আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান, মাত্র ১৯ বছর বয়স তাঁর। যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের ক্রিকেটের গর্ব এই তরুণ লেগস্পিনার। মাত্র ক’দিন আগেই বিশ্বের সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন তিনি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন এই আফগান স্পিনার। আফগানদের নিয়মিত অধিনায়ক আসগার স্ট্যানিকজাইয়ের অনুপস্থিতিতে বিশ্বকাপের বাছাইপর্বে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ।
স্ট্যানিকজাই-এর জরুরী অস্ত্রোপচার করা হয়েছে। সেরে উঠতে আনুমানিক আরো ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার অনুপস্থিতিতে সহ অধিনায়ক রশিদ খানই বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তানের নেতৃত্ব দেবেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানায় আফগাস্তিান ক্রিকেট বোর্ড। জিম্বাবোয়ের বুলাওয়েতে ৪ মার্চ ‘বি’ গ্রুপের খেলায় স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাছাইপর্বের খেলা শুরু করবে আফগানিস্তান। গ্রুপপর্বে তাদের অন্য প্রতিপক্ষ হচ্ছে জিম্বাবোয়ে, নেপাল ও হংকং। বিশ্বকাপের বাছাইপর্বের এই প্রতিযোগিতায় আফগানিস্তান অন্যতম ফেভারিট দল হিসাবে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রশিদ খানে ভীষন খুশি তাদের দলকে ফেভারিট মনে করায়। এই বাছাই পর্বের খেলায় মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এরপর হবে সুপার পর্বের খেলা, যেখানে প্রতি গ্রুপ থেকে তিনটি দল যাবে। শীর্ষে থাকা দুইটি দলই বিশ্বকাপের মূল পর্বে যাবে।
এ বছরই অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগব্যাশে অভিষেক হয় রশিদ খানের। আইপিএল এর এবারের আসরে তরুণ এ লেগস্পিনারকে ৪ কোটি টাকাতে কিনে নিয়েছে তাঁর পুরোনো দল সানরাইজার্স হায়দারাবাদ। এছাড়া ২০১৭তে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।
ফাইল ছবি
Be the first to comment