জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ – বিষাক্ত সরীসৃপের দংশনে বিপত্তি। শারীরিক কষ্ট।
বৃষ – শুভদিন। কোন বিশেষ প্রাপ্তি।
মিথুন – গৃহ বদলের সম্ভাবনা। কর্মস্থান বদলের সম্ভাবনা।
কর্কট – ঋনবৃদ্ধি। অতিরিক্ত উদ্বেগ শারীরিক গোলযোগ।
সিংহ – যানবাহনের ব্যবসায়ে উন্নতি। শত্রুহানি।
কন্যা – জলে ডোবার ভয় আছে। জলে ভ্রমন এড়িয়ে চলুন।
তুলা – কোন আত্মীয়ের ব্যবহারে দুঃখবোধ। জটিল রোগের আশংকা।
বৃশ্চিক – কর্মে শুভ পরিবর্তন। পারিবারিক সুখবৃদ্ধি।
ধনু – শিল্প কর্মে যুক্ত ব্যক্তিরা উন্নতি করতে পারেন। সন্মানলাভ।
মকর – বকেয়া অর্থ ফেরত। কোন পুরানো সমস্যা থেকে মুক্তিলাভ।
কুম্ভ – একটি সাধারন দিন। সামান্য পেটের কষ্ট।
মীন – স্পষ্টবাক্য কর্ম উদ্ধার। চর্মরোগের প্রাদুর্ভাব।
Be the first to comment