জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ – কর্মে প্রবল অসুবিধে।বিপরীত পক্ষের দ্বারা ঝামেলা সৃষ্টি।
বৃষ – বৃত্তিমূলক কর্মে সাফল্য। ক্রনিক রোগের প্রকোপ বৃদ্ধি।
মিথুন – মানসিক উদ্বেগের ফলে বিপত্তি। দাম্পত্য বাধা।
কর্কট – সাহিত্যচর্চায় মানসিক শান্তি। খেলাধূলায় সফল হতে পারেন।
সিংহ – ওজন বৃদ্ধি হেতু রোগের প্রকোপ। চিকিৎসকের পরামর্শে কিছু উন্নতি।
কন্যা – সামাজিক কাজে যোগদান। মানসিক শান্তি ও আনন্দলাভ।
তুলা – ইউরিক অয়াসিডের পরিমান শরীরে বৃদ্ধির ফলে রোগের প্রকোপ।
বৃশ্চিক – অন্যায় রুখে অন্যায়কারীকে শাস্তি প্রদান। কর্মে বিশেষ সফলতা।
ধনু – চরম দাম্পত্য অশান্তির ভয়। কোন বন্ধুর হঠাৎ মৃত্যুর খবরে বিচলিত হতে পারে।
মকর – পুরানো সম্পত্তি লাভের সম্ভাবনা। স্নায়ুপীড়ায় কষ্ট।
কুম্ভ – বিনা দোষে হেনস্তার সম্মুখীন হতে পারেন। পারিবারিক শান্তি বিঘ্নিত হবে।
মীন – খাদ্যে বিষক্রীয়ার ফলে বিপত্তি। হজমের কষ্ট।
Be the first to comment