জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- চঞ্চলতা বৃদ্ধি। ব্যবসায় ক্ষতি। সঞ্চয় হ্রাস।
বৃষ- শিক্ষায় উন্নতি। বাক্যগুনে সন্মানলাভ। টাকা ধার দিলে ক্ষতি।
মিথুন- হজমের সমস্যা। প্রেমে ব্যর্থতা। রচনাশক্তির বিকাশ।
কর্কট- বাতবেদনায় কষ্ট। কর্মপ্রার্থীরা সফল হবেন। উদ্যমে সাফল্য।
সিংহ- বন্ধুরা সমালোচনা করবে। সঞ্চয় হ্রাস। মানসিক টানা পোড়েন।
কন্যা- ব্যবসায়ে হঠাৎ ক্ষতি। বিদেশযাত্রা স্থগিত হবে। শুভ কর্মে যোগপদান।
তুলা- পরিশ্রম বৃদ্ধি। কর্মে জটিলতা। ওষুধ বিভ্রাট থেকে সাবধান।
বৃশ্চিক- সন্তানের জন্য দুশ্চিন্তা। নিকট ভ্রমন। আর্থিক সমৃদ্ধি।
ধনু- পারিবারিক সুখ বৃদ্ধি। বিদ্যায় সামান্য বাধা। কর্মে কিছু উন্নতি।
মকর- কর্মচারীরা বিরোধীতা করবে। কষ্টার্জিত সাফল্য। বায়ুরোগে কষ্ট।
কুম্ভ- মানসিক কষ্ট। কর্মে অসাফল্য। স্ত্রীর দ্বারা সাহায্য লাভ।
মীন- মামলা-মোকদ্দমা। প্রচুর কাজের চাপ। অত্যন্ত পরিশ্রম করে শারীরিক অবসাদ।
Be the first to comment