জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- বিকল্প পথে উপার্জন। নিকট বন্ধুর সাহায্যলাভ। সাহিত্যচর্চা।
বৃষ- জমি ক্রয় বিক্রয়ে লাভ। বিদ্যায় সাময়িক বাকী। রক্তচাপের বৃদ্ধি।
মিথুন- সিদ্ধান্ত নিতে ভুল হতা পারে। অহংকার হেতু ক্ষতি। সংক্রমণজনিত রোগ।
কর্কট- দূরে বদলির সম্ভাবনা। কাজকর্মে বাধা। ব্যবসায়ে বিনিয়োগ না করাই ভালো।
সিংহ- শ্ত্রু দ্বারা ক্ষতি। অপমান ভয়। স্নায়বিক দূর্বলতা।
কন্যা- নতুন পরিকল্পনা। ফাটকায় প্রাপ্তি যোগ। বিদ্যার্জন শুভ।
তুলা- সাহিত্য চর্চায় অগ্রগতি। মহিলা বন্ধুলাভ। জ্বরাদি রোগ।
বৃশ্চিক- আত্মীয়ের সাথে বাদানুবাদ। অত্যধিক পরিশ্রমে ক্লান্তি। সন্তানের কর্মে গর্ববোধ।
ধনু- কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব পালনে মানসিক চাপ। হারানো দ্রব্য ফেরত। শত্রুর পরাজয়।
মকর- আগুন থেকে ক্ষতি। সম্পত্তি নষ্ট। অতিরিক্ত দম্ভ হেতু শত্রুবৃদ্ধি।
কুম্ভ- প্রতারক থেকে সাবধান। আর্থিক বিনিয়োগ অশুভ। ধর্মে মনোযোগ বৃদ্ধি।
মীন- পায়ে চোট আঘাত। তীক্ষ্মবুদ্ধির দ্বারা শত্রুকে প্যাঁচে ফেলতে পারেন। নতুন কর্মলাভের সুযোগ।
Be the first to comment