জ্যোতিষাচার্য্য:- শঙ্খশিস সরকার (Sankhasis Sarkar)
মেষ- ব্যবসায় হঠাৎ অবনতির আশঙ্কা। সৃষ্টিশীল কাজে মানসিক শান্তি। হাড়ের সমস্যায় চলাফেরায় সাবধান।
বৃষ- শেয়ার ও ফাটকায় প্রাপ্তিযোগ। শ্লেষ্মাধিক্য সারাদিন ভোগাতে পারে। বৃত্তি সাফল্য।
মিথুন- ব্যবসায় বাড়তি বিনিয়োগ। কর্মক্ষেত্রে শুভ। স্নায়ুপীড়া।
কর্কট- কর্মব্যস্ত দিন। সম্পত্তি সংস্কার। সেবাকর্মে আগ্রহ।
সিংহ- জ্যোতিষ চর্চায় অগ্রগতি। ব্যবসায়ে আকস্মিক ক্ষতি। প্রতারক হতে সাবধান।
কন্যা- গুপ্ত শত্রুতা। ষড়যন্ত্র বা প্রতারনা থেকে সাবধান। সঙ্গীত চর্চায় মানসিক শান্তি।
তুলা- বিপন্নকে সাহায্য। মানসিক শান্তির জোরে বিপদমুক্তি। সিমেন্ট ব্যবসায় ক্ষতি।
বৃশ্চিক- শ্বাসযন্ত্রর ভোগান্তি। শুভ আর্থিক লেনদেন। আবেগের বশে ক্ষতি।
ধনু- বিদ্যা শুভ। নামী সংস্থায় কর্মলাভ। শ্লেষ্মাধিক্য।
মকর- হাঁটুর কষ্ট। মামলা। হস্তশিল্পে দক্ষতার পরিচয়।
কুম্ভ- উদাসীন মনোভাব। রক্তচাপ জনিত দুর্বলতা। কল্যাণকাজে যোগদান।
মীন- অর্থবলের অভাব। নতুন কর্মলাভ। বিদ্যায় মধ্যম ফল।
Be the first to comment