রসিকপুর বিস্ফোরণের জের; জেলাশাসককে কড়া চিঠি শিশু সুরক্ষা কমিশনের, ২৪ ঘণ্টার মধ্যে তলব রিপোর্ট

Spread the love

পূর্ব বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণ নিয়ে এ বার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের (NCPCR) নজর জেলা প্রশাসনের দিকে। সোমবার বিস্ফোরণকাণ্ড নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসককে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের তরফে একটি চিঠি দেন ধর্মেন্দ্র বন্ধন। এই ঘটনাকে ‘নিষ্ঠুর’ আখ্যা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসনের রিপোর্ট তলব করা হয়েছে।

পাশাপাশি ঘটনার নেপথ্যে জড়িত যারা, তাদের অবিলম্বে শাস্তিরও দাবি জানিয়েছে কমিশন। প্রসঙ্গত, সোমবার সকালের মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে দু’টি সুতোলির বল পড়ে ছিল। দুই শিশু বল ভেবেই কুড়িয়ে নিতে গিয়েছিল সেটি। আর তাতেই ঘটে বিস্ফোরণ। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। অপরজনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বিস্ফোরণের পর প্রায় ১২ ঘণ্টা কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

চিঠি দিয়ে শিশু সুরক্ষা কমিশন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনা সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট কমিশনে জমা দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে থানায় অভিযোগের নথি ও অন্যান্য জরুরি কাগজপত্র। বিস্ফোরণে যে শিশু আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি, তার চিকিৎসাও নিশ্চিত করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। কেন এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা গেল না, তা নিয়েও প্রশ্ন তুলেছে শিশু সুরক্ষা কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*