রথযাত্রা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টেই গেল বঙ্গ বিজেপি। দ্রুত মামলা শুনানির জন্য বিজেপি-র তরফে আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। আদালত সেই আবেদন গ্রহণ করে কি না তার জন্য অপেক্ষা করতে হবে বিকেল পর্যন্ত। এ দিন সকালেই বিজেপি-র তরফে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে।
আদালতের চৌকাঠ থেকে কিছুতেই উঠছে না বঙ্গ বিজেপি-র রথের চাকা। সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, দু’বার করে শুনানি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাই রথযাত্রা করতে মরিয়া বিজেপি এ বার শীর্ষ আদালতের দ্বারস্থ হলো। ৭ ডিসেম্বর কোচবিহার থেকে রথযাত্রা শুরুর কথা ছিল বিজেপি-র। আসার কথা ছিল সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। রথের পথে জনসভা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন বলেও কথা দিয়ে দিয়েছিলেন। কিন্তু আদালতেই আটকে যায় রথ।
রাজ্যের কাছে অনুমতি চেয়েও তা না মেলায় বিজেপি আদালতের দ্বারস্থ হয়। প্রথমে মামলা করে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে। সেই বেঞ্চ ৯ জানুয়ারি পর্যন্ত রথযাত্রায় স্থগিতাদেশ দেয়। চ্যালেঞ্জ করে বিজেপি যায় ডিভিশন বেঞ্চে। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয়, সরকারকে বসে বিজেপি-র সঙ্গে আলোচনা করে রথের সূচি ঠিক করতে হবে।
এরপর লালবাজারে বৈঠক হয় সরকার এবং বিজেপি-র। কিন্তু সরকার জানিয়ে দেয় নিরাপত্তার কারণে অনুমতি দেওয়া যাচ্ছে না। ফের সিঙ্গল বেঞ্চে যায় বিজেপি। এ বার সিঙ্গল বেঞ্চ রথযাত্রায় গ্রিন সিগন্যাল দিয়ে দেয় বিজেপিকে। চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ডিভিশন বেঞ্চ ফের মামলা ফেরায় সিঙ্গল বেঞ্চে। সময় নষ্ট হচ্ছে দেখে একেবারে দিল্লিতেই দরবার করলেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা।
Be the first to comment