এই বছর হবে না পুরীর রথযাত্রা। সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রথমবার স্থগিত থাকবে পুরীর ঐতিহ্যশালী রথযাত্রা উত্সব। এই বছর করোনা-আবহে ‘রথযাত্রার অনুমতি দিলে স্বয়ং জগন্নাথ আমাদের ক্ষমা করবেন না’ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে।
আগামী ২৩ জুন রথযাত্রা। রথা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় পুরীতে। লোক সমাগম কমাতে এর আগেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ হাতি বা মেশিনে টানা হবে বলে নির্দেশ দিয়েছিল ওডিশা হাইকোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এবার বন্ধই হয়ে গেল পুরীর বহু বছরের ঐতিহ্যমনণ্ডিত রথযাত্রা। অতিমারীর সময় এত মানুষের সমাগম হতে দেওয়া যায় না বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবেই এই নির্দেশ দিতে বাধ্য হলেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এসএ বোবদে।
ওডিশা বিকাশ পরিষদ নামে একটি অলাভজনক সংস্থা আদালতে এই মর্মে আবেদন করে যে রথযাত্রা উপলক্ষ্যে নানাবিধ অনুষ্ঠান ও উত্সব ১০-১২ দিন ধরে চলে। সমুদ্রতীরবর্তী পুরীতে রথযাত্রা উপলক্ষ্যে অন্তত ১০ লক্ষ মানুষের সমাগম হয়। সেখানে কী ভাবে সামাজিক দূরত্ববিধি মানা সম্ভব বলে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় এই সংস্থা। সেই আবেদনের ভিত্তিতে পুরীর রথযাত্রা স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে নিজেদের উদ্যোগেই রথযাত্রা এই বছর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মাহশ এবং ইসকন।
Be the first to comment