বিজেপির রথযাত্রা নিয়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। রাজ্য প্রশাসনের সঙ্গে বিজেপিকে বৈঠকের নির্দেশ দিল কলকাতা আদালতের বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ। বুধবার, বিজেপির ৩ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করতে হবে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে। ১৪ তারিখ, শুক্রবারের মধ্যেই রাজ্য প্রশাসনের তরফে তাদের মতামত জানতে হবে। একইসঙ্গে ডিভিশন বলে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের। তারা কেন সেই দায় নিচ্ছে না, সে বিষয়েও প্রশ্ন করা হয়। বৃহস্পতিবার, রথযাত্রা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় বিজেপি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ না বসায়, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চে মামলা গ্রহণ করে। দিনভর মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি জানতে চান, বিজেপির এতগুলি চিঠির কেন কোনও সদুত্তর দিল না রাজ্য প্রশাসন? একইসঙ্গে সিঙ্গল বেঞ্চ কীভাবে মামলা খারিজের পরেও দ্বিতীয় শুনানির দিন ঠিক করল তা নিয়েও প্রশ্ন তুলছে বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ।
Be the first to comment