এবার ১৫ হাজার টাকা বা তার কম মাসিক আয় যেসব পরিবারগুলোর তাঁদের নতুন রেশন কার্ড দেবে রাজ্য সরকার ৷ এই কার্ডে ওই পরিবারগুলি কম দামে জিনিস কিনতে পারবেন। এর জন্য একটি বহুজাতিক সংস্থার সঙ্গে মউ সাক্ষর করলো রাজ্য সরকার ৷ রাজ্যে রেশন ব্যবস্থা স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত করতে ইতিমধ্যেই কড়া নিদান দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, রেশন ডিলারদের দুর্নীতি বরদাস্ত করা হবে না ৷ প্রয়োজনে বাতিল করা হবে লাইসেন্সও ৷
রেশনে দুর্নীতি নিয়ে ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে গ্রিভান্স সেলে ৷ মূলত, রেশন ডিলারদের বিরুদ্ধে দেদার দুর্নীতির অভিযোগ জানাচ্ছেন মানুষ ৷ খাদ্যসাথী প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বহু মানুষ ৷ আর এইসব অভিযোগ পেয়েই তত্পর হয়েছে প্রশাসন ৷ দুর্নীতি অবিলম্বে রুখতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রেশন ডিলারদের দুর্নীতি বরদাস্ত করা হবে না ৷ কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে লাইসেন্স বাতিল করা হবে ৷
Be the first to comment