পরিচয় পত্র হিসাবে ব্যবহারের জন্য বিশেষ রেশন কার্ডের অনুমোদন দিলো নবান্ন

Spread the love

চলতি মাস থেকেই পরিচয় পত্র হিসাবে ব্যবহার করার জন্য বিশেষ রেশন কার্ডের জন্য আবেদন পত্র দেওয়ার কাজ শুরু করবে খাদ্য দফতর। খাদ্য দফতরের ওয়েবসাইট থেকেই ওই আবেদন পত্র পাওয়া যাবে। ওই ১০ নম্বর ফর্ম এর জন্য ছাড়পত্র দিয়েছে নবান্ন। পুজোর ছুটির পর দফতরের কাজকর্ম শুরু হলে ফর্ম বিলি করা শুরু হবে। ১৭ অক্টোবরের পর ওই ফর্ম দেওয়া শুরু হতে পারে। বিশেষ রেশন কার্ড দিয়ে কোনও খাদ্য সামগ্রী পাওয়া যাবে না। শুধুমাত্র পরিচয় পত্র হিসাবে ওই রেশন কার্ড ব্যবহার করা যাবে।

সাম্প্রতিককালে এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হওয়ার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বিশেষ রেশন কার্ড তৈরির নির্দেশ দেন। পরে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডাকা সর্বদলীয় বৈঠকে সব দলের সম্মতিক্রমে এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে বিশেষ রেশন কার্ড প্রাপকদের কয়েকটি জিনিসের ওপর বিশেষ ছাড় দেওয়ার ব্যাপারেও কয়েকটি শপিং মল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলে খাদ্য দফতর সূত্রে খবর।

একইসঙ্গে আগামী মাস থেকে ফের রেশন কার্ডের জন্য বিশেষ শিবির চালু হচ্ছে। সেখানে খাদ্য সামগ্রী পাওয়ার কার্ডের পাশাপাশি বিশেষ কার্ডের জন্য আবেদন করা যাবে। প্রথম দফায় সেপ্টেম্বর মাসে বিশেষ ক্যাম্পে নতুন রেশন কার্ডের জন্য প্রায় ৮ লক্ষ আবেদনপত্র জমা পড়েছে। আবেদনকারীদের আর্থিক অবস্থা খতিয়ে দেখে ভর্তুকিতে খাদ্য সামগ্রী দেওয়ার কার্ড দেওয়া হবে। আর্থিক অবস্থা খতিয়ে দেখার কাজ পুজোর ছুটির পর শুরু হবে বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে। সেপ্টেম্বর মাসে বিশেষ শিবিরে রেশন কার্ডের ভুল সংশোধনের জন্য প্রায় ১৮ লক্ষ আবেদন জমা পড়েছে। এখন থেকে সব রেশন কার্ড গ্রাহকের বাড়িতে সরাসরি ডাক মারফত পাঠানো হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*