বেহালার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করলেন মমতা, নতুন কমিটি গড়ে দায়িত্ব দিলেন রত্নাকে

Ratna chatterjje after getting bail. express photo
Spread the love

কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজ দেখতে কমিটি গড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কমিটির মাথায় বসালেন রত্না চট্টোপাধ্যায়কে। শুক্রবার বেহালার ১৯ জন কাউন্সিলরকে বিধানসভায় ডেকে পাঠান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে মুখোমুখি কথাও বলেন। তৃণমূল সূত্রে খবর, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামী ১৯ জন কাউন্সিলরকে নিয়ে রীতিমতো চিন্তায় তৃণমূল কংগ্রেস।

এদিনের বৈঠকে হাজির ছিলেন ১৬ কাউন্সিলর। তাঁদের সঙ্গে মুখ্যমন্ত্রী বিধানসভায় কথা বলেন। সকলকে মন দিয়ে কাজ করতে বলার পাশাপাশি তিনি জানান শোভন চট্টোপাধ্যায়ের জেতা ১৩১ নম্বর ওয়ার্ডের কাজকর্ম এখন থেকে দেখবে শোভন-জায়া রত্না চট্টোপাধ্যায়। তিন জনের একটি কমিটি গঠনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির মাথায় থাকবেন রত্না। সঙ্গে থাকবেন ১৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য (শিক্ষা) অভিজিৎ মুখোপাধ্যায়। অভিজিৎ ছাড়াও থাকবেন ১২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*