রণক্ষেত্র রতুয়া, এলাকা ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা

Spread the love

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠলো রতুয়ার মহানন্দটোলা। মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা রতুয়া থানায় ভাঙচুর চালান বলে অভিযোগ। পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। দু’রাউন্ড গুলি চালানোর অভিযোগও উঠেছে। গুলিবিদ্ধ হয়েছেন একজন। যদিও পুলিশ গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। নামানো হয়েছে র‍্যাফ। এই পরিস্থিতিতে এলাকা ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা।

ঘটনার সূত্রপাত রবিবার রাতের একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে। জানা গিয়েছে, ওইদিন রাতে মহানন্দটোলায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় পরিমল মণ্ডল নামে এক ব্যক্তির। দোষী গাড়ি চালককে গ্রেফতার ও ট্র্যাফিক পরিষেবা ঠিক করার দাবিতে সোমবার সকালে রতুয়া থানায় অভিযোগ জানাতে যান স্থানীয়রা। তাঁদের দাবি, পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। তবে বিকেলে ময়নাতদন্তের পর পরিমলের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সন্ধ্যার দিকে ফের স্থানীয়রা থানায় যান। পুলিশ এবারও অভিযোগ নিতে অস্বীকার করলে স্থানীয়রা থানা ঘেরাও করেন। ভাঙচুর হয় পুলিশের গাড়ি। গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা ইট ছোড়েন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ দু’রাউন্ড গুলিও চালিয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন রতুয়া থানার পুলিশ আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*