৩৫৪ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ, ধৃত কমল নাথের ভাগ্নে রাতুল পুরি

Spread the love

৩৫৪ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণায় অভিযুক্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাগ্নে তথা মোজার বেয়ার সংস্থার প্রাক্তন এগজিকিউটিভ ডিরেক্টর রাতুল পুরি ৷ মঙ্গলবার সকালে তাঁকে ইডি গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে মোজার বেয়ার সংস্থা এবং তার আরও চার অধিকর্তার বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ এনেছে সিবিআই ৷ সংস্থার প্রাক্তন ও বর্তমান অধিকর্তাদের বাসভবন-সহ দিল্লির ছয় জায়গায় তল্লাশিও চালানো হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা রাতুলের বাবা দীপক পুরি এবং অধিকর্তা নীতা পুরি, সঞ্জয় জৈন এবং বিনীত শর্মা।

প্রসঙ্গত, এপ্রিল মাসে বেআইনি লেনদেনের অভিযোগে রাতুল ও দীপক পুরির মালিকানাধীন সব সংস্থায় তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়। জুলাইয়ে আর্থিক তছরুপের একটি মামলায় দিল্লির আদালতে সোমবার পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিল রাতুল ৷ দিল্লির ইডি অফিসে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ সেখান থেকেও উধাও হয়ে যান তিনি ৷ অভিযোগ, ২০০৯ সাল থেকেই বিভিন্ন ব্যাঙ্ককে প্রতারণা করে ঋণ নিয়েছেন তাঁরা ৷

ইউপিএ সরকারের আমলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ভিভিআইপি-দের জন্য ১২টি বিলাসবহুল চপার কিনতে ২০১০ সালে ব্রিটিশ সংস্থা অগুস্তা ওয়েস্টল্যান্ডের সঙ্গে চুক্তি হয়। ৩ হাজার ৬০০ কোটি টাকার ওই চুক্তিতে বিপুল অঙ্কের ঘুষের লেনদেন হয়েছিল বলে অভিযোগ। যা প্রকাশ্যে আসে ২০১৩ সালে। তাতে নাম জড়ায় রাতুল পুরির ৷ ইডি ও সিবিআই তদন্ত শুরু করছে ৷ ধৃতের সঙ্গে কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রসঙ্গও উঠে আসে সেই সময় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*