সরছেন রাউল, কিউবায় শুরু হচ্ছে নতুন যুগ

Spread the love

চার দশকেরও বেশি সময় পর কমিউনিস্টশাসিত কিউবায় আসতে চলেছেন কাস্ত্রো পরিবারের বাইরের নতুন এক প্রেসিডেন্ট।৮৬ বছর বয়সী রাউলের জায়গায় নতুন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-কানেলের নামই ঘুরেফিরে আসছে। উদারপন্থি হিসেবে পরিচিত ৫৭ বছর বয়সী দিয়াজের প্রযুক্তিতে আগ্রহ রয়েছে।

প্রেসিডেন্টের পদ ছাড়লেও ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে কাস্ত্রো এবং ১৯৫৯ সালে হওয়া কিউবা বিপ্লবের শীর্ষস্থানীয় নেতৃত্বের প্রভাব আগের মতই বলবৎ থাকবে বলেও মনে করছে রয়টার্স। ফিদেলের নেতৃত্বে ওই বিপ্লবেই মার্কিন মদতপুষ্ট একনায়ক বাতিস্তা ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই ক্ষমতায় ছিলেন ফিদেল কাস্ত্রো। ১৯৫৯ থেকে ১৯৭৬ পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী। সংবিধানে প্রেসিডেন্টের হাতে একচ্ছত্র ক্ষমতা দেওয়ার পর ওই বছরই পদ বদলে রাষ্ট্রের শীর্ষ পদে বসেন এ কিংবদন্তি বিপ্লবী। তার হাত ধরেই দেশটি প্রবেশ করে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায়।

শারিরীক অসুস্থতার কারণে এক দশক আগে ক্ষমতা ছেড়ে দেন ভাই রাউলের হাতে। নতুন নেতৃত্বকে প্রথম থেকেই কিউবার অর্থনীতির পুনরুদ্ধারে নজর দিতে হবে বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল৷ তবে বিপ্লব পরবর্তী প্রজন্মের নেতৃত্বে কিউবায় নাটকীয় পরিবর্তন আসবে না বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আগের মতোই ক্যারিবীয় দেশটি একদলীয় গণতন্ত্রের পথে হাঁটবে বলেও ধারণা তাদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*