ছবি সৌজন্যে- এএনআই
সংস্কারের কাজ চলছে, এই কারণ দেখিয়ে মালদা বিমানবন্দরের হেলিপ্যাডে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হেলিকপ্টার অবতরণের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। অনুমতি না পেয়ে ক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। তাদের অভিযোগ, সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক বৈষম্য করছে প্রশাসন। এই অভিযোগে সোমবার সংবাদমাধ্যমের সামনে বেশ কিছু তথ্য পেশ করলেন কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ।
এদিন কেন্দ্রীয়মন্ত্রী দাবি করেন, এর আগে মালদা বিমানবন্দরের হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নেমেছিল। আমার কাছে হেলিপ্যাডের ছবি রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে যে হেলিপ্যাডটিতে কোনও সমস্যা নেই। সেখানে হেলিকপ্টার অবতরণ করছে এবং করতেও পারবে। কিন্তু, সরকারি ক্ষমতার অপব্যবহার করে সেখানে অমিত শাহের হেলিকপ্টার অবতরণের অনুমতি দেওয়া হয়নি। উল্লেখ্য, মঙ্গলবার মালদায় সভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর সেইকারনেই বিজেপির পক্ষ থেকে জেলা প্রশাসনকে চিঠি দিয়ে মালদা বিমানবন্দরের হেলিপ্যাডে অমিত শাহের হেলিকপ্টার অবতরণের অনুমতি চাওয়া হয়েছিল।
কিন্তু গত শুক্রবার মালদার অতিরিক্ত জেলাশাসক জানিয়ে দেন মালদা বিমানবন্দরে সংস্কারের কাজ চলছে। তাই সেখানে হেলিপ্যাডে অমিত শাহর হেলিকপ্টার অবতরণ করা যাবে না।
Be the first to comment