ইভিএম হ্যাকিং প্রমাণিত হয়নি ৷ কংগ্রেসের অভিযোগের কোনও ভিত্তি নেই ৷ মিথ্যে অভিযোগ করে দেশবাসীকে অপমান করছে কংগ্রেস ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিন তিনি আরও বলেন, কংগ্রেস জিতলে ইভিএম ঠিক থাকে ৷ মায়াবতী জিতলে ইভিএম ঠিক থাকে ৷ মমতা জিতলেও ইভিএম ঠিক থাকে ৷ বিজেপি জিতলেই ইভিএমে কারচুপি? কংগ্রেসের এই অভিযোগ হাস্যকর বলেও এদিন দাবি করেন রবিশঙ্কর ৷
এহাড়াও সৈয়দ সুজার সোমবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি মন্ত্রী কপিল সিবাল ৷ সেটি নিয়েও প্রশ্ন তুললেন রবিশঙ্কর ৷ তিনি বলেন, গণতন্ত্রকে লজ্জায় ফেলার ষড়যন্ত্র এটি ৷ কংগ্রেসের মুখোশ খুলে গেলো ৷ কপিল সিবাল সেখানে কি করছিলেন?
Be the first to comment