ধর্ষণ ও POCSO আইনে নথিভুক্ত মামলার তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে ৷ এই মর্মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷
রবিশংকর প্রসাদ বলেন, ‘‘আমি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাতে চলেছি ৷ দুই মাসের মধ্যে ধর্ষণ ও POCSO আইনে নথিভুক্ত সমস্ত মামলার তদন্ত শেষ করার অনুরোধ করব ৷ দুর্ভাগ্যজনক ভাবে ধর্ষণ ও মহিলাদের প্রতি অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷’’
প্রতিটি উচ্চ আদালতের প্রধান বিচারপতিদেরও চিঠি দেবেন বলে জানিয়েছেন রবিশংকর প্রসাদ ৷ ধর্ষণ ও ফাস্ট ট্র্যাক কোর্টে POCSO আইনে বিচার না হওয়া মামলাগুলির দ্রুত নিষ্পত্তির অনুরোধ করবেন বলে জানান তিনি ৷
হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনার পর কেন্দ্রীয় আইন মন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল ৷
Be the first to comment