পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চক্রান্ত হয়েছিলোঃ রবিশংকর প্রসাদ

Spread the love

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে মহারাষ্ট্রে সরকার গঠন করলো বিজেপি ও NCP ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন NCP নেতা অজিত পাওয়ার। শনিবার ভোররাতেই বদলে গেছে রাজ্য রাজনীতির সমীকরণ। শেষ মুহূর্তে কার্যত বাজিমাত করেছে বিজেপি। শনিবার সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রবিশংকর প্রসাদ পরোক্ষে সেই কথাই বললেন। তিনি বলেন, শিবসেনা, কংগ্রেস এবং শরদ পাওয়ার পিছনের দরজা দিয়ে মহারাষ্ট্র দখলের চেষ্টা করছিলো। আর সেটা বন্ধ করেছে বিজেপি।

এবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ১০৫ টি আসনেই থমকে গেছিল বিজেপি। ৫৬টি আসন পায় শিবসেনা। তবে, ঠাকরে পরিবার থেকে প্রথম ভোটে দাঁড়ানো উদ্ধব পুত্র আদিত্যকে মুখ্যমন্ত্রী করার দাবি তোলে শিবসেনা কিন্তু বিজেপি দেবেন্দ্র ফড়নবিশকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্তে অনড় ছিলো। বিজেপির এই অবস্থানের জেরে পরবর্তীতে কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট করে সরকার গঠনের চেষ্টা করে শিবসেনা। কোনও দলই সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক বিধায়ক জোগাড় করতে না পারায় রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন। গতরাত পর্যন্ত রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করেছিলো NCP-র সঙ্গে জোট করে শিবসেনাই সরকার গঠন করবে এবং উদ্ধব ঠাকরে হবেন মুখ্যমন্ত্রী।

কিন্তু ভোররাতেই রাজ্য রাজনীতির পটভূমিতে বড়মাপের ওলটপালট হল। পরিবর্তিত পরিস্থিতিতে NCP-র সঙ্গে মিলে সরকার গঠন করল বিজেপিই।

রবিশংকর প্রসাদ বলেন, মহারাষ্ট্রের মানুষ প্রশ্ন করতে শুরু করেছিল যদি বিজেপির পক্ষে জন রায় থাকে তাহলে কেন এই অসাধু জোটকে (NCP, কংগ্রেস ও শিবসেনা) আটকাতে পারছে না তারা? কেনই বা জন রায়কে মেনে নিয়ে সরকার গঠন করছে না? শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য মূল্যবোধের জলাঞ্জলি দিয়েছে শিবসেনা। সত্যিকারের চক্রান্তকারী তারাই, যারা ব্যক্তি স্বার্থের জন্য অসাধু জোট গঠনের চেষ্টা করেছিল। একসময় কংগ্রেস ও NCP নিজেরাই বলেছিল যে, জনরায় মেনে তারা বিরোধী আসনে বসবে। কিন্তু পরে চেয়ারের লোভে ম্যাচ ফিক্সিং হয়ে গেলো।

ইতিমধ্যেই NCP-র পরিষদীয় দলনেতার পদ থেকে বহিষ্কার করা হয়েছে অজিত পাওয়ারকে। শরদ পাওয়ার দাবি করেছেন, মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি তাঁর দল NCP ৷ এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ এই সিদ্ধান্তকে NCP সমর্থন করছেন না ৷ তবে সবকিছুর মাঝেও শেষ হাসিটা হাসল বিজেপিই।

দেখুন ভিডিও!


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*