ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীই

Spread the love

টিম ইন্ডিয়ার কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই ফের বেছে নিলো কপিল দেব-অংশুমান গায়কোয়াড়দের কমিটি ৷ শুক্রবার সকাল থেকে বৈঠকের পর রবি শাস্ত্রীকেই কোচের পদে চূড়ান্ত করা হলো ৷  টম মুডি ও মাইক হেসনের সঙ্গে জোর টক্কর চললেও শেষপর্যন্ত হেড কোচের পদে রবি শাস্ত্রীতেই সিলমোহর পড়ে ৷ ২০২১ পর্যন্ত শাস্ত্রীর সঙ্গে চুক্তি করা হলো ৷ জানা গিয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবি শাস্ত্রীর ইন্টারভিউ হয় আজ বিকেল ৫টায় ৷

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে টিম ইন্ডিয়ার কোচের পদে রয়েছেন রবি শাস্ত্রী ৷ এদিন সকাল সাড়ে দশটা থেকে মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দফতরে শুরু হয় ভারতীয় ক্রিকেটের হেড কোচের পদের জন্য ইন্টারভিউ পর্ব। প্রায় ২০০০ আবেদনের মধ্যে থেকে ডাকা হয়েছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি, নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসন, রবিন সিং এবং লালচাঁদ রাজপুতকে। তবে বিরাটদের জন্য ভারতীয় কোচই পছন্দ ছিলো কোচ সিলেকশন কমিটির। আর শেষমেশ আবারও রবি শাস্ত্রীকেই কোচের পদে বেছে নিল কমিটি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*