চলতি বছরে ২ হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান; জানলো বিদেশমন্ত্রক

Spread the love

চলতি বছরে পাকিস্তান বিনা প্ররোচনায় ২০৫০-এর বেশিবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ পাকিস্তানের এই হামলার জেরে মারা গেছে ২১ জন ভারতীয়। রবিবার এই পরিসংখ্যান তুলে ধরে বিদেশমন্ত্রক ৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেন, ২০০৩ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি মানতে পাকিস্তানকে বহুবার আবেদন জানিয়েছে ভারত । তবুও পাকিস্তান বারংবার সীমান্তপারে গোলাবর্ষণ করেছে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন নিয়ে ভারতের এই পরিসংখ্যান প্রকাশ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে কাশ্মীর ইশু উত্থাপন করে ভারতকে চাপে ফেলতে চেয়েছিল পাকিস্তান । অধিবেশনে পাকিস্তানের কাশ্মীর নিয়ে অভিযোগের পালটা দেয় ভারত । পাকিস্তানকে তুলোধনা করে ভারত বলে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎসস্থল থেকে মিথ্যা ও মনগড়া কাহিনি প্রচার করা হচ্ছে ৷ অথচ পাকিস্তানেই বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেই মানবাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে ৷

বিদেশমন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পাকিস্তান অনবরত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে । পাশপাশি জঙ্গিদের সীমান্ত পার হতেও মদত দিচ্ছে পাকিস্তান । পাকিস্তান ও তাদের মদতপুষ্ট জঙ্গিরা ভারতীয় নাগরিকদের লক্ষ্য করছে তারা । আমরা পাকিস্তানকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তের গরিমা রক্ষা করে নাগরিকদের হামলা করা থেকে বিরত থাকতে বলছি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*