এই কয়েকদিন আগে নির্বাচন কমিশনের প্রধানের পদে অবসর নিয়েছেন ৷ পদ থেকে সরেই নোটবন্দি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত ৷ বললেন, ভোটে কালো টাকার ব্যবহার রুখতে নোটবন্দি সাহায্য করেনি ৷ নোটবন্দির জেরে ভোটে কালো টাকার রমরমা একটুও কমেনি ৷ রাওয়াতের কথায়, ‘বিমুদ্রাকরণের পর, মনে করা হয়েছিল, নির্বাচনে কালোটাকার রমরমা অনেক কমে যাবে ৷ কিন্তু যে হারে কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বাস্তবে দেখা যাচ্ছে, ভোটে কালোটাকা রোধে নোটবন্দি ব্যর্থ ৷ আগের নির্বাচনগুলিতে যে রাজ্যগুলি থেকে যত কালো টাকা উদ্ধার হয়েছিল, ওই একই রাজ্যগুলি থেকে নোটবন্দির পর নির্বাচনে আরও বেশি কালো টাকা উদ্ধার হয়েছে৷’
প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, এর মানে রাজনীতির কারবারি ও লগ্নিকারীদের অর্থের অভাব নেই ৷ এ সব ক্ষেত্রে যে ভাবে টাকার ব্যবহার হয়, তা সাধারণত কালো টাকাই হয় ৷ নির্বাচনে কালো টাকা ব্যবহার নিয়ে যদি বলতে হয়, তা হলে বলব, কিছুই কমেনি৷’
Be the first to comment