রায়ান স্কুলে প্রদ্যুম্ন খুনের ঘটনায় নয়া মোড়। তদন্তে উঠে এল হরিয়ানা পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ। প্রদ্যুম্ন খুনে গ্রেফতার ওই স্কুলেরই একাদশ শ্রেণির ছাত্র। তাকে জেরার করার পর উঠে এসেছে একে পর এক চাঞ্চল্যকর তথ্য ৷ শীঘ্রই হরিয়ানা পুলিশের কয়েকজনকে গ্রেফতার করতে পারে সিবিআই ৷ বাস কন্ডাক্টর অশোক কুমারকে গ্রেফতার করে তাকে চাপ দিয়ে খুনের দায় স্বীকার করতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে৷ এমনকী জানা যায়, খুনে ব্যবহার করা ছুরি অশোক বাসের ফার্স্ট এইড বক্স থেকে জোগাড় করেছিলেন।
যদিও সিবিআই তদন্তে নেমে অল্পদিনের মধ্যেই সন্দেহের তালিকায় এনে ফেলে ১১ শ্রেণীর ছাত্রটিকে। তাকে গ্রেফতারও করে তারা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বরং জানিয়ে দিয়েছে, অভিযুক্ত বাস কন্ডাক্টরের বিরুদ্ধে তারা কোনও প্রমাণ পায়নি।
Be the first to comment