আরবিআই-এর নির্দেশিকা পৌঁছেছে ব্যাঙ্কগুলিতে। স্কিমারদের হাত থেকে গ্রাহকদের অ্যাকাউন্টকে রক্ষা করতে এটিএম কাউন্টারে অ্যান্টি স্কিমিং মেশিন বসাবে ব্যাঙ্কগুলি।
জানা গিয়েছে, পুজোর আগে কলকাতা সহ শহরতলীর ১১হাজার কাউন্টারে এই মেশিন বসবে। ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারে এই মেশিন বসানোর নির্দেশ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।
চলতি মাসেই শহর জুড়ে স্কিমারদের দৌরাত্ম সামনে আসে। একের পর এক গ্রেফতারও হয়। মিলেছে বিদেশি যোগও। এবার এই দৌরাত্ম ঠেকাতেই নতুন দাওয়াই আরবিআই-এর।
এসবিআই, ইউবিআই-এর মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে প্রথম সারির বেসরকারি ব্যাঙ্কগুলির কাছেও পৌঁছে গিয়েছে এই নির্দেশিকা।
Be the first to comment