ফের রেপো রেট কমাল রিজার্ভ ব্যাংক। এই নিয়ে চলতি বছরে টানা পাঁচ বার রেপো রেট কমানোর নজির তৈরি করল আরবিআই। ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানো হয়েছে। মোটের উপর ১৩৫ বেসিস পয়েন্ট বা ১.৩৫ শতাংশ কমল রেপো রেট। আর্থিক বৃদ্ধিতে গতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা এবং সর্বোপরি শিল্পে গতি আনতে আরবিআই এই পদক্ষেপ করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
কর্পোরেট করে ব্যাপক ছাড়ের ঘোষণার পরেও আর্থিক বৃদ্ধি আশানুরূপ নয়। মুদ্রাস্ফীতিতেও লাগাম পরানো যায়নি। গত মাসে কর্পোরেট কর কমানোর পরে শিল্পমহলে উৎসাহ বাড়লেও তার প্রভাবে শিল্পক্ষেত্র চাঙ্গা হতে আরও সময় লাগবে। এই পরিস্থিতিতে রেপো রেট কমিয়ে শিল্পমহলের আস্থা ফেরানোর চেষ্টা করছে রিজার্ভ ব্যাংক।
রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, সেটাই রেপো রেট। রেপো রেট কমানোর অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণদানের ক্ষমতা বাড়বে। ফলে সাধারণ মানুষের হাতে নগদের জোগান বাড়ে এবং ক্রয়ক্ষমতা বাড়ে।
Be the first to comment