
রোজদিন ডেস্ক, কলকাতা:– ফের একবার মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট কমানোর সিদ্ধান্ত। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রার নেতৃত্বে মানিটারি পলিসি কমিটির বৈঠক চলছিল গত কয়েকদিন ধরে। সেখানেই মধ্যবিত্তের উপর চাপ কমাতে রেপো রেট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ধাক্কায় রেপো রেট কমল ২৫ বেসিস পয়েন্ট ।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া শুল্ক নীতি ঘোষণা করেছে। ভারতীয় পণ্যের উপর ২৬ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে আমেরিকা। যা নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকারের উপর। বিশেষ করে ভারতের অর্থনীতির উপর বেড়েছে চাপ। অর্থনৈতিক কারবারিদের আশঙ্কা, ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে ২০২৫-২৬ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে। এর মধ্যেই কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানিটারি পলিসি কমিটির বৈঠক ছিল খুবই গুরুত্বপূর্ণ।
বুধবার সকালে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মলহোত্র। ফলে রেপো রেট ৬.২৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৬ শতাংশে। এর আগে ৭ ফেব্রুয়ারি রেপো রেট কমিয়েছিল আরবিআই। প্রসঙ্গত এ দিন থেকেই ভারতে চালু হল ট্রাম্পের শুল্কনীতি।
Be the first to comment