মধ্যবিত্তের জন্য সুখবর ৷ সাধারণ মানুষের মনে আশা জাগিয়ে রেপো রেট কমালো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর এর ফলে ব্যক্তিগত, গাড়ি ও বিশেষ করে গৃহঋণের ক্ষেত্রে ইএমআই-এর বোঝার পরিমাণও কমবে ৷ নতুন আর্থিক বছরের নীতি নির্ধারণে বুধবার বৈঠকে বসেছিল কেন্দ্রীয় ব্যাঙ্কের (MPC) মানিটারি পলিসি কমিটি। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বেই হয় এই বৈঠক। তাতেই সিদ্ধান্ত হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট কমানো হবে রেপো রেট।
এই নিয়ে চতুর্থবার রেপো রেট কমাল আরবিআই। গত ৯ বছরে যা সবচেয়ে কম বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার কারণেই পর পর বেশ কয়েকবার রেপো রেট কমানো হয়েছিলো। একই সঙ্গে রিভাইসড GDP রেট ৭-এর বদলে ৬.৯% হয়েছে বলে ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সর্বসম্মতিক্রমে কমানো হয়েছে রেট, জানিয়েছেন গভর্নর শক্তিকান্ত দাস ৷
Be the first to comment