টানা দু’দিন ধরে ডাকা ধর্মঘট আপাতত স্থগিত রাখলো রির্জাভ ব্যাঙ্কের কর্মী সংগঠন

Spread the love
গ্রাহকদের হয়রানির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিলেন রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারী ও আধিকারিকরা ৷ টানা দু’দিন ধরে ডাকা ধর্মঘট আপাতত স্থগিত রাখলো রির্জাভ ব্যাঙ্কের কর্মী সংগঠন ৷ এর আগে ৪ ও ৫ সেপ্টেম্বর দেশ জুড়ে গণছুটিতে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন ইউনাইটেড ফোরাম অফ রিজার্ভ ব্যাংক অফিসার্স অ্যান্ড এমপ্লয়িজ ৷ এর ফলে স্বস্তিতে গোটা দেশের ব্যাঙ্ক গ্রাহকরা ৷
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী টানা দু’দিন ধরে রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরা ছুটিতে গেলে ধাক্কা খেত ব্যাঙ্কিং পরিষেবা ৷ সেই হয়রানি থেকে আপাতত মুক্তি। ২০১২ সালের পর কাজে যোগ দেওয়া কর্মীদের সিপিএফ/অতিরিক্ত প্রভিডেন্ট ফান্ডের দাবি নিয়েই গণছুটিতে যাওয়ার হুমকি দিয়েছিলেন RBI কর্মচারী ফোরাম ৷
বয়ান অনুযায়ী, বৈঠকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ, রিজার্ভ ব্যাঙ্ক কর্মচারীদের দাবি পূরণের জন্য কিছু সময় চেয়ে নেওয়ায় এই ধর্মঘট ২০১৯ এর জানুয়ারি মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*