শরীরে অশ্লীল শব্দ লিখে দোল পালনের ঘটনায় ইতিমধ্যেই সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে এইরকম ঘটনা নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে । “এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত”, বললেন রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি ।
এই ধরনের ঘটনা ঘটার কারণ কী? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “এরকম ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা এরকম কোনও ঘটনার কথা জানি না । অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা । সেই কারণে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ করেছি । আমরা সিঁথি থানায় FIR করেছি । আমরা পুলিশকে বলেছি, কারা এটার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখতে । তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি । এটাও আমাদের কাছে পরিষ্কার নয় কারণ আমাদের কাছে সেই প্রযুক্তি নেই যে এই ছবিগুলোর কতটা সত্যতা আছে । সেটাও পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি।”
গতকাল নজরদারির কি কোনও অভাব ছিল? উপাচার্য বলেন, “কোনওভাবেই ছিল না । CCTV ক্যামেরা থেকে সমস্ত রকমের বন্দোবস্ত ছিল । DC নর্থ নিজে উপস্থিত ছিলেন আগাগোড়া । পুলিশ ছিল। আমাদের নিরাপত্তারক্ষী, স্বেচ্ছাসেবকরা ছিলেন । সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন । তাদের কারও নজরে পড়েনি এটা খুবই আশ্চর্যের । তবে রবীন্দ্রভারতীর একটি গৌরব রয়েছে । বিশ্বভারতীর ভাবমূর্তি নষ্ট করতে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে ৷ আমার মনে হয়, এটা ভাবনাটা খুব অমূলক নয় ।
পুলিশ চাইলে CCTV ফুটেজ দেওয়া হবে। অভিযোগটা জমা পড়েছে । কাজেই পুলিশ যখন CCTV ফুটেজ চাইবে, আমরা পুলিশের হাতে তুলে দেব । আমাদের FIR-এ সেটা লেখা আছে ।
সব্যসাচীবাবু বলেন, আমি শুনেছি ছাত্র সংসদের পক্ষ থেকেও একটা অভিযোগ জমা দেওয়া হবে । এটা ছাত্রসংসদ ও চারুকলা অনুষদের যৌথ উদ্যোগে হয়েছিল ।
Be the first to comment