ন্যক্কারজনক ঘটনা; বললেন রবীন্দ্রভারতীর উপাচার্য

Spread the love

শরীরে অশ্লীল শব্দ লিখে দোল পালনের ঘটনায় ইতিমধ্যেই সিঁথি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে। রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে এইরকম ঘটনা নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে । “এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত”, বললেন রবীন্দ্রভারতীর উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি ।

এই ধরনের ঘটনা ঘটার কারণ কী? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “এরকম ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা এরকম কোনও ঘটনার কথা জানি না । অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা । সেই কারণে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ করেছি । আমরা সিঁথি থানায় FIR করেছি । আমরা পুলিশকে বলেছি, কারা এটার সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখতে । তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য বলেছি । এটাও আমাদের কাছে পরিষ্কার নয় কারণ আমাদের কাছে সেই প্রযুক্তি নেই যে এই ছবিগুলোর কতটা সত্যতা আছে । সেটাও পুলিশকে তদন্ত করে দেখতে বলেছি।”

গতকাল নজরদারির কি কোনও অভাব ছিল? উপাচার্য বলেন, “কোনওভাবেই ছিল না । CCTV ক্যামেরা থেকে সমস্ত রকমের বন্দোবস্ত ছিল । DC নর্থ নিজে উপস্থিত ছিলেন আগাগোড়া । পুলিশ ছিল। আমাদের নিরাপত্তারক্ষী, স্বেচ্ছাসেবকরা ছিলেন । সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন । তাদের কারও নজরে পড়েনি এটা খুবই আশ্চর্যের । তবে রবীন্দ্রভারতীর একটি গৌরব রয়েছে । বিশ্বভারতীর ভাবমূর্তি নষ্ট করতে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে ৷ আমার মনে হয়, এটা ভাবনাটা খুব অমূলক নয় ।

পুলিশ চাইলে CCTV ফুটেজ দেওয়া হবে। অভিযোগটা জমা পড়েছে । কাজেই পুলিশ যখন CCTV ফুটেজ চাইবে, আমরা পুলিশের হাতে তুলে দেব । আমাদের FIR-এ সেটা লেখা আছে ।

সব্যসাচীবাবু বলেন, আমি শুনেছি ছাত্র সংসদের পক্ষ থেকেও একটা অভিযোগ জমা দেওয়া হবে । এটা ছাত্রসংসদ ও চারুকলা অনুষদের যৌথ উদ্যোগে হয়েছিল ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*