এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের দ্বিতীয় জয়ের মুখ দেখলো। আগের ম্যাচে ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি অসন্তুষ্ট ছিলেন দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে। এদিন তাঁর দলের হয়ে মূল্যবান জয় এনে দিলেন এবি ডেভিলিয়ার্স। মূলত তাঁর ঝোড়ো ৩৯ বলে ৯০ রানের জন্যই আজ দিল্লী ডেয়ারডেভিলস ৬ উইকেটে হেরে যায়। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালুরু টসে জিতে দিল্লীকে ব্যাট করতে পাঠায়। দিল্লী ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে। মূলত ঋষভ পন্তের আক্রমানাত্মক ৪৮ বলে ৮৭ রানের (৬ টা চার এবং ৭টা ছক্কা) সৌজন্যে দিল্লী এতো রান করে। যোগ্য সহায়তা করেন শ্রেয়স আইয়ার (৫২)। ব্যাঙ্গালুরুর স্পিনার চাহাল ২ উইকেট দখল করেন। জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাট করতে নামলে ২৯ রানে ২ উইকেট পড়ে যায়। কোহলিও ৩০ রান করে আউট হয়ে যান। এরপর শুরু হয় ডেভিলিয়ার্স ঝড়। ১০টা চার এবং ৫টি ছক্কার সাহায্যে দুর্দান্ত ৯০ রান করে নট আউট থাকেন তিনি। অবশ্যই এদিনের ম্যাচ সেরা হন ডেভিলিয়ার্স। এই ম্যাচ জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু পয়েন্ট টেবিলে ৫ নম্বরে চলে এলো। শীর্ষে আছে কিংস ইলেভেন পাঞ্জাব।
ফাইল ছবি
Be the first to comment