ঘরের মাঠ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আইপিএলে মুখোমুখি হল সানরাইজ হায়দ্রাবাদের এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ না জেতা ছাড়া উপায় নেই বিরাটদের। কারণ ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১০। লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে তারা। যদিও অন্য দলগুলোর তুলনায় বিরাটদের নেট রানরেট (০.২১৮) বেশ ভালই। তাই শেষ দু’টো ম্যাচ জিতলে প্লে-অফে পৌঁছনোর সুযোগ এখনও রয়েছে ব্যাঙ্গালুরুর কাছে।
অন্য দিকে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হায়দ্রাবাদ। উইলিয়ামসনরা ইতিমধ্যেই প্লে-অফের স্থান পাকা করে ফেলেছেন। ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম দলের কয়েক জন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চকে দেখে নিতেই পারেন উইলিয়ামসন।
হায়দ্রাবাদ অধিনায়ক উইলিয়ামসন টস জিতে আজ ব্যাঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। ব্যাঙ্গালুরু ২০ ওভারে ৬ উইকেটে ২১৮ রান করে। বিরাট আজ রান পায়নি। মাত্র ১২ রান করে রশিদ খানের বলে আউট হয়ে যান তিনি। খেলার হাল ধরেন এবি ডেভিলিয়ার্স এবং মইন আলি। ডেভিলিয়ার্স ৩৯ বলে ১২ টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ৬৯ রান করেন। মইন আলি ৩৪ বলে ২টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ৬৫ রান করেন। কলিন ডে গ্রান্ডহোম করেন ৪০ রান। তিনি ৪টি ছক্কা হাঁকান। শেষের দিকে সরফরাজ খান করেন ৮ বলে ২২ রান। রশিদ খান ৩ উইকেট, সিদ্ধার্থ কল ২ উইকেট নেন।
Be the first to comment