আগের ম্যাচে নিজেদের ঘরের মাঠ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আজ হারলো তারা বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে। টুর্নামেন্টে দারুণ ভাবে শুরু করেও তাদের এখন কঠিন পরিস্থিতি। তাদের প্লে অফে যেতে হলে বাকি দুটো ম্যাচ জিততেই হবে, তা নাহলে পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্টারও এবারের মত স্বপ্ন শেষ। এই মুহুর্তে পয়েন্ট টেবিলে ১নং ও ২নং এ থাকা হায়দ্রাবাদ ও চেন্নাই প্লে অফে নিশ্চিত হয়ে গেছে। বাকি দুইটি স্থানের জন্য লড়াই কলকাতা, রাজস্থান, পাঞ্জাব, মুম্বাই এবং ব্যাঙ্গালুরুর লড়াই। এদের মধ্যেও যে কেউ যেতে পারে প্লে অফের দিকে। তবে প্রত্যেকের পরিস্থিতিই খাদের কিনারায়। তাদের পরের ম্যাচ হারলেই আশা শেষ। আজ প্লে অফের দিকে এক ধাপ এগোবার মানসিকতা নিয়েই ম্যাচ খেলতে নেমেছিল পাঞ্জাব। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অন্যরকম ভেবেছিলো। পেসার উমেশ যাদবের দাপটে পাঞ্জাব আজ মাত্র ৮৮ রানে সকলে আউট হয়ে যায়। এদিন টসে জিতে কোহলি ব্যাট করতে পাঠায় গেল-রাহুলদের। উমেশ যাদব আজ দুজনকেই আউট করে দেন। তারপর পাঞ্জাবের ইনিংস মাত্র ১৫.১ ওভার পর্যন্ত স্থায়ী হয়। রাহুল(২১), গেল(১৮), ফিঞ্চ(২৬) এই তিনজন ভালো শুরু করেও আউট হয়ে যায়। আর কেউ সেভাবে দাঁড়াতে পারেনি পাঞ্জাবের। জবাবে ব্যাট করতে নেমে ব্যাঙ্গালুরুর ওপেনাররা ৮.১ ওভারে ৯২ রান করে ম্যাচ জিতে নেয়। আজ পার্থিব প্যাটেলের সাথে ওপেন করতে নেমেছিলেন বিরাট কোহলি। কোহলি ২৮ বলে ৬টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ৪৮ রান করেন। পার্থিব করেন ৪০ রান। এই ম্যাচ জিতে ব্যাঙ্গালুরুর পয়েন্ট ১০। মুম্বাইয়েরও পয়েন্ট ১০। কিন্তু নেট রানরেট এর জন্য তারা গ্রুপের ৭ নম্বরে আছে মুম্বাইয়ের পরে। কলকাতা আছে ৩ নম্বরে ১২ পয়েন্ট নিয়ে। রাজস্থান ১২ পয়েন্ট নিয়ে আছে ৪ নম্বরে। পাঞ্জাব ১২ পয়েন্ট নিয়ে ৩ নম্বর থেকে নেমে গেছে ৫ নম্বরে।
আজকের ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করার জন্য ম্যাচের সেরা হন উমেশ যাদব।
এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলে কোন কোন দলের কি অবস্থান আছে দেখুন –
Be the first to comment