মঙ্গলবার ব্যাঙ্গালুরুতে ঘরের মাঠে বিরাট কোহলিরা মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৪ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বর স্থানে চলে এলো। প্লে অফের দৌড়ে কিছুটা হলে স্বস্তি এলো ব্যাঙ্গালুরু শিবিরে। উল্টোদিকে মুম্বাই ইন্ডিয়ানস এই ম্যাচে হেরে আরও সংকটে পড়ে গেলো। প্লে অফে যেতে হলে তাদের আসরের সব ম্যাচই জিততে হবে। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা ৩১তম আইপিএলের ম্যাচে টসে জেতেন এবং প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন। ব্যাঙ্গালুরু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মনন ভোহরা। ভোহরা ৩২ বলে ২টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৪৫ রান করেন। অধিনায়ক বিরাট কোহলি ৩২, ম্যাকুলাম ৩৭ এবং গ্রান্ডহোম ২৩* রান করেন। মুম্বাইয়ের হয়ে ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান তুলতে সক্ষম হয়। এদিন মুম্বাইয়ের হয়ে অধিনায়ক রোহিত শর্মা শূন্য রানে আউট হয়ে যান। হার্দিক পান্ডিয়া ৫০ রান করেন। আর সেভাবে কেউ রান করতে পারেনি। আজ ব্যাঙ্গালুরুর হয়ে পেসাররা ভালো বল করে। টিম সাউদি, উমেশ যাদব এবং মোহম্মদ সিরাজ প্রত্যেকেই ২ উইকেট করে নেন। ম্যাচের সেরা নির্বাচিত হন টিম সাউদি।
Be the first to comment