আরসিবির বিরুদ্ধে হোঁচট খেলো কেকেআর

Spread the love

দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল নাইটদের সাধের ব্যাটিং। আরসিবির পৌনে এগারো কোটির ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ৭ বল বাকি থাকতে সস্তায় গুটিয়ে গেল গতবারের ফাইনালিস্টরা ৷ বিরাট কোহলি-ফ্য়াফ ডু’প্লেসি সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপকে মাত্র ১২৯ রানের টার্গেট দেয় কেকেআর ৷ ব্যর্থ রাহানে, ভেঙ্কটেশ, শ্রেয়স, রানা-সহ নাইটদের টপ-অর্ডার ব্যাটিং ৷ আন্দ্রে রাসেল শুরু করেছিলেন বটে, তবে পার্পল জার্সিতে সোনার যুগ সম্ভবত পেরিয়ে এসেছেন ক্যারিবিয়ান ৷ অন্তিম উইকেটে উমেশ যাদব-বরুণ চক্রবর্তীর জুটির রানের সৌজন্যে স্কোরবোর্ডে ১২৮ তোলে নাইটরা ৷

টস ভাগ্য এদিন সঙ্গ দেয়নি নাইটদের ৷ পার্পল ব্রিগেডকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ডু’প্লেসি ৷ দীনেশ কার্তিক পুরনো দলকে নিয়ে নতুন দলের বোলারদের সম্ভবত কার্যকরী টিপস দিয়েছেন সাজঘরে ৷ যা প্রতিফলিত হল মাঠে ৷ আরসিবি বোলারদের বিরুদ্ধে এদিন পার্টনারশিপই তৈরি হল না কেকেআরের ৷ রাহানে, ভেঙ্কটেশ, শ্রেয়স, রানা, নারিন, বিলিংস, জ্যাকসনের ব্যাট থেকে এল যথাক্রমে ৯, ১০, ১৩, ১০, ১২, ১৪ ও ০ রান ৷ ১টি চার, ৩টি ছয়ে ১৮ বলে সর্বোচ্চ ২৫ করলেন রাসেল।

শেষদিকে উমেশ যাদবের ১২ বলে ১৮ রান কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যায় নাইটদের স্কোর ৷ অন্তিম উইকেটের উমেশ-বরুণ সর্বোচ্চ 27 রান যোগ না-করলে পার্পল ব্রিগেডের কী দশা হত বোঝাই যাচ্ছে ৷ ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন আরসিবির সিংহলী স্পিনার হাসারাঙ্গা ৷ ৩ উইকেট নিলেও ৪৫ রান খরচ করেন বাংলার আকাশদীপ ৷ ২ মেডেন-সহ ২ উইকেট গতবারের সর্বাধিক উইকেট শিকারী হর্ষল প্যাটেলের ঝুলিতে ৷ একটি উইকেট যায় সিরাজের ঝুলিতে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*