এ বার ঘরের মাঠ ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গেলে এই ম্যাচ না জেতা ছাড়া উপায় নেই বিরাটদের। কারণ ১২ ম্যাচে তাদের পয়েন্ট ১০। লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে তারা। যদিও অন্য দলগুলোর তুলনায় বিরাটদের নেট রানরেট (০.২১৮) বেশ ভালই। তাই শেষ দু’টো ম্যাচ জিতলে প্লে-অফে পৌঁছনোর সুযোগ এখনও রয়েছে ব্যাঙ্গালুরুর কাছে। এই ম্যাচের পর বিরাটদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। জয়পুরে শেষ ম্যাচটি অবশ্যই জিততে চাইবে ব্যাঙ্গালুরু।
অন্য দিকে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হায়দ্রাবাদ। উইলিয়ামসনরা ইতিমধ্যেই প্লে-অফের স্থান পাকা করে ফেলেছেন। ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম দলের কয়েক জন ক্রিকেটারকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চকে দেখে নিতেই পারেন উইলিয়ামসন।
Be the first to comment