উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ইউক্রেনের কিয়েভ অলিম্পিয়ক স্টেডিয়ামে ইংলিশ ক্লাব লিভারপুলকে ৩-১ গোলে হারায় তারা। প্রথমার্ধ গোলশূন্যতেই শেষ হয়। লিভারপুলের মূল তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ প্রথমার্ধের ৩০ মিনিটেই মাঠে ছিলেন। চোট পেয়ে তাঁকে ওঠে যেতে হয়েছে। ২৫ মিনিটে রিয়াল মাদ্রিদের সার্জিও রামোসের বাজে ট্যাকলে চোট পান তিনি। সালাহকে ছাড়াই দ্বিতীয়ার্ধ লিভারপুলের জন্য কঠিন ছিলো তা বোঝা গেলো। ৫১ মিনিটে করিম বেনজেমা রিয়ালের পক্ষে প্রথম গোল করেন। চার মিনিটের ব্যবধানে লিভারপুলের সাদিও মানে খেলায় সমতা ফেরান। কিন্তু ৬৩ মিনিটে মার্শেলোর ক্রস থেকে পাওয়া বলে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করেন গ্যারেথ বেল। ৮৩ মিনিটে শেষ গোলটিও করেছেন এই ওয়েলস তারকা। ৩০ গজ দূর থেকে বেলের দুর্দান্ত শটে তৃতীয় গোল পায় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদ।
ফাইল ছবি
Be the first to comment