রাজ্য নেতৃত্বের সঙ্গে মতান্তরের কথা নিজে থেকেই তুলে ধরেছিলেন। নির্দিষ্ট করে কারও নাম মুখে আনেননি। কিন্তু রাজনীতি ছাড়ার লগ্নে এ বার সরাসরি দিলীপ ঘোষের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন বাবুল সুপ্রিয়।
রাজনীতি থেকে বাবুলের সন্ন্যাস নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময় ব্যঙ্গের সুর ধরা পড়েছিল বিজেপি-র রাজ্য সভাপতির গলায়। তা নিয়েই প্রকাশ্যে দিলীপকে বিঁধলেন বাবুল। তাঁর দাবি, আর যাই হোক না কেন, রাজনীতি থেকে সরে গেলে অন্তত রোজ রোজ এই ধরনের ব্যক্তি এবং তাঁদের নির্বুদ্ধিতার মুখোমুখি হতে হবে না তাঁকে।
Be the first to comment