‘নীল রঙে মিশে গেছে লাল’, সিপিআইএমের অফিসিয়াল ফেসবুক পেজের ডিপি মমতার পছন্দের নীল সাদায় মিশে গেল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রূপম ইসলামের গানের লাইন ধার করে কেউ লিখছেন, ‘আজ নীল রঙে মিশে গেছে লাল…।’ আবার কারও কটাক্ষ, ‘আর লালে লাল নয়, সময়ের দাবি হোক কিংবা অভিনবত্ব, লালের ‘অচলায়তন’ ভেঙে এবার নীল-সাদাকে আপন করে নিল সিপিএম! রাজ্য সিপিআইএমের অফিসিয়াল ফেসবুক পেজের ডিপি বদল হতেই নানাবিধ কমেন্টে উপচে পড়েছে কমেন্ট বক্স। ‘শূন্য’ হয়ে যাওয়া সিপিএমের চিরাচরিত লাল কাস্তে-হাতুড়ির আচমকাই বদলে গেল কেন? প্রশ্ন তুলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উৎসুক নেটিজেনদের প্রশ্ন, কেন বদল হলো ডিপি? অনেকে আবার মনে করছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নীল-সাদায় অনুপ্রাণিত সিপিএম। তাই এই রং বদল।
আগামী ২০ এপ্রিল ব্রিগেড অভিযানের ডাক দিয়েছে সিপিএম। সেই রাজনৈতিক কর্মসূচিতে জনজোয়ার আনতে এখন থেকেই শুরু হয়েছে প্রচার। তারই প্রথম ধাপ সোশাল মিডিয়া। শনিবার রাতে সিপিএম ওয়েস্টবেঙ্গল ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নীল আকাশ সাদা মেঘের মাছে বিরাজমান কাস্তে হাতুড়ি। তবে অদ্ভুতভাবে এ কাস্তে-হাতুড়ির রং লালের পরিবর্তে সোনালি। পাশাপাশি কভার ছবিতে দেখা যাচ্ছে, একই রকম নীল-সাদা আকাশের মাঝে সেই সোনালি কাস্তে হাতুড়ি উচিয়ে দুই নারী-পুরুষ। পাশে দড়িতে টাঙানো সিপিএমের পতাকা। তার উপর বসে রয়েছে একটি পায়রা। বামেদের প্রধান শরিকের এই নীল সাদায় তৃণমূল যোগ পাচ্ছেন অনেকে। বর্তমানে তৃণমূলের দলীয় কর্মসূচিতে বটেই, রাজ্য সরকারের সমস্ত কর্মসূচিতেই দেখা যায় নীল সাদার আধিক্য। সেই নীল-সাদা এবার সিপিএমে শোভা পেতেই তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ”এত দিন ওরা নীল-সাদা নিয়ে কটাক্ষ করত। আজকে নিজেরাই ওই রং করেছে। আসলে ওরা ওদের রক্তাক্ত ইতিহাস ভুলতে এই রং বদল করেছে। লাল সরিয়ে দিয়েছে।” তবে তৃণমূলের পালটা মহম্মদ সেলিম বলেন, “তৃণমূলের বক্তব্যে তো মনে হচ্ছে ওরা নীলের উপর যে মৌরসিপাট্টা কায়েম করেছে তাতে আবার নীল কর, নীলকুঠি চালু করবে।”
অন্যদিকে, এই ছবি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় কটাক্ষ ধেয়ে এসেছে বামেদের দিকে। কেউ লিখেছেন, ‘ভালো আছি ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি লিখো।’ এমন প্রোফাইল ছবিতে সিপিএম সমর্থকদের ‘লাল সেলাম’ দেখে আরও এক নেটিজেন লিখেছেন, ‘লাল রং ভয়ে ফ্যাকাসে হলুদ হয়ে উঠেছে। অথচ এদের সমর্থকরা এখনও লাল সেলাম লিখে চলেছে। আরে দাদা, ওটা হলুদ সেলাম হবে।’ কারও আবার মত, ‘যাক আজ সরাসরি রং বদলেছে গিরগিটির মতো। আগে তো লুকিয়ে চুরিয়ে রং বদলাতো।’ হাহা রিয়েক্টে ভরে উঠেছে পোস্ট। সবমিলিয়ে সিপিএমের এমন রং বদল দেখে রাজনৈতিক মহলের দাবি, ‘আসলে শূন্যের গেরো কাটাতে ব্যর্থ, রণক্লান্ত, রাজনৈতিকভাবে দেউলিয়া সিপিএম এবার ‘যুদ্ধ’ ছেড়ে খোলা আকাশে শ্বাস নিতে চায়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*