দায়িত্ব নেওয়ার পরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নেমে পড়লেন রাস্তায়। একটি জাতীয় ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন সংগঠিত করলেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সকলে রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। রিয়া এখন আছেন মহারাষ্ট্রের বাইকুল্লা জেলে। প্রদেশ সভাপতি হওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে অধীর রিয়াকে সমর্থন করেন। বলেন, একটি বাঙালি মেয়েকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। অবশ্য শুধু বলেই ক্ষান্ত হন নি অধীর রঞ্জন। আজ তাঁর নির্দেশে প্রদেশ কংগ্রেস দফতর থেকে একটি মিছিল বের হয় রিয়ার সমর্থনে। মিছিলের স্লোগানে রিয়া চক্রবর্তীর সমর্থন এবং তার পাশে থাকার অঙ্গীকার করা হয়। মিছিলের পুরোভাগে ছিলেন কংগ্রেসের বিধানসভার চিফ হুইপ ও প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক মনোজ চক্রবর্তী, অভিজ্ঞ বিধায়ক অসিত মিত্র সহ কংগ্রেস নেতৃবৃন্দ। ছিলেন ঋজু ঘোষাল, সুমন পাল, মহেশ শর্মা, সৌরভ প্রসাদ প্রমুখ।
বিহার থেকে যেমন সুশান্তের পক্ষে একটা আন্দোলন গড়ে তোলা হচ্ছে অধীর চৌধুরী প্রদেশ সভাপতি হওয়ার পর তিনি বুঝিয়ে দিলেন বাঙালি মেয়ে রিয়ার সমর্থনে তাঁরা আছেন। রিয়া চক্রবর্তী যাতে ন্যায় বিচার পান সেই লক্ষ্যে ব্রতাও দেওয়া হয় এই মিছিল থেকে।
Be the first to comment