পল মৈত্র, দক্ষিন দিনাজপুর
পরিবেশ ও গরীবের বন্ধু সংস্থার তরফে গঙ্গারামপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস পাড়ায় পেশায় চা ব্যবসায়ী মনোরঞ্জন সাহার শারীরিক প্রতিবন্ধী দুই মেয়ে টুম্পা সাহা ও সম্পা সাহা সহ পরিবারের সাহাযার্থে খাদ্যাসামগ্রী ও নগদ টাকা তুলে দিলেন সংস্থার সৌরভ মল্লিক রায় বিশাল সাহা সুমিত সরকার সহ অন্যান্য সদস্যরা। তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুর শহরের বিভিন্ন স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।
প্রসঙ্গত, মনোরঞ্জন সাহা পেশায় একজন চা ব্যবসায়ী গঙ্গারামপুর শহরের চৌমাথা মোড়ে চায়ের দোকান রয়েছে যেখানে তিনি দিনে ৩০০-৪০০ টাকা রোজগার করতেন কিন্তু বর্তমানে লকডাউনের জেরে তা বন্ধ। পাশাপাশি দুই মেয়ের চিকিৎসার ক্ষেত্রে মাসে ৪০০০ টাকার ওষুধ লাগে যা এই চায়ের দোকান করে তার পক্ষে অসম্ভব হয়ে ওঠে। কারন তিনি নিজেই হৃদরোগের রোগী। তাই এইসব করতে গিয়েই তার লক্ষীর ভাঁড়ে টান পড়েছে। তাই তার কড়জোড়ে বিনতি কে যদি তাদের একটু সহযোগীতার জন্য এগিয়ে আসে। তবে এদিন পরিবেশ ও গরীবের বন্ধু সংস্থার তরফে খাদ্যাসামগ্রী ও নগদ কিছু টাকা তুলে দেওয়াই মনোরঞ্জন সাহা সহ তার পরিবার যারপরনাই খুশি।
Be the first to comment