ডাউনের মেয়াদবৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা। ইতোমধ্যে ওডিশা ও পঞ্জাব লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে। এই পরিস্থিতিতে সব ধরনের ধর্মীয় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দেওয়া হয়েছে, ধর্মীয়-সামাজিক সমস্ত ধরণের জমায়েত এখন বন্ধ রাখতে হবে। কোনওমতেই এই জমায়েত করার অনুমতি দেওয়া যাবে না। সেই জন্যে প্রতিটি জেলা প্রশাসনকে সুনির্দিষ্ট নির্দেশ দিতে হবে। নির্দেশ অমান্য করে জমায়েত করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, দিল্লিতে ধর্মীয় সমাবেশ ঘিরে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা আগেই উঠেছিল। কদিনের মধ্যেই দেখা যায়, ওই সমাবেশে যোগ দেওয়া বহু মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। পরিস্থিতি এমন দাঁড়ায়, একটা পর্যায়ে দেশের মোট করোনা আক্রান্তের প্রায় ৩০ শতাংশের যোগ পাওয়া যায় ওই সমাবেশের সঙ্গে। যা নিয়ে নানা দিকে সমালোচনাও হয়েছে।
তবে, শুধু তবলিগি জামাতের জমায়েতই নয়, এরপর রামনবমী-হনুমান জয়ন্তী উপলক্ষ্যেও বিভিন্ন জায়গায় মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। যা জমায়েত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে, তাই সমস্ত দিক বিবেচনা করেই কঠোর পথে হাঁটতে চলেছে কেন্দ্র।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী দিন বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠান রয়েছে বেশ কিছু সম্প্রদায়। তাই সেগুলির জন্য আলাদা করে নজর দিতে হবে। কোনওভাবেই কোনও জমায়েত বরদাস্ত করা যাবে না।
Be the first to comment