বিহারের নতুন উপ মুখ্যমন্ত্রী রেণুদেবী, উৎসবের মেজাজ জগাছায়

Spread the love

ফের মুখ্যমন্ত্রী কুর্সিতে নীতিশ কুমার। পাটনা গান্ধী ময়দান রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই নিয়ে পরপর চতুর্থবার শপথ নিলেন নীতিশ। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ফাগু চৌহান।

এছাড়া উপমুখ্যমন্ত্রী হলেন বিজেপির কাটিহারের বিধায়ক তারকিশোর প্রসাদ ও বেতিয়ার বিধায়ক রেণু দেবী। বিহারের বেতিয়ার চার বারের বিধায়ক রেণু দেবী। বিয়ের পর হাওড়ার জগাছায় শ্বশুরবাড়িতে বহু দিন ছিলেন তিনি। পরে একদম পাকাপাকিভাবে চলে যান বিহারে। প্রথমে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হলেও পরে তিনি বিজেপিতে যোগ দেন। তবে জগাছার বাড়িতে তাঁর রীতিমতো যাতায়াত ছিল। তবে এখন জগাছার বাড়িতে থাকেন তাঁর খুবই ঘনিষ্ঠ বব্বর প্রসাদ সিং। রেণু দেবীর এই সাফল্যে উচ্ছ্বসিত তিনি।

জানা গিয়েছে রেণু দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল জগাছার দুর্গা প্রসাদের। তিনি পিয়ারলেসের ফিল্ড অফিসার ছিলেন। জগাছার বাড়িতেই তাঁদের সন্তানের জন্ম হয়। কিন্তু ১৯৭৯ সালে দুর্গা প্রসাদবাবুর মৃত্যু হয়। তারপর স্বামীর কাজটি তিনিই করতেন বলে খবর। পরে সেই কাজ বন্ধ করে আশির দশকে বিহারে বাপের বাড়িতে চলে আসেন রেণু দেবী। জানা গিয়েছে লকডাউনের আগেও হাওড়ার জগাছার বাড়িতেও গিয়েছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*