অপ্রত্যাশিতভাবে শুক্রবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে রিজার্ভ ব্যাঙ্ক টাকা ধার দেওয়ার সময় যে হারে সুদ নেয়, তাকে বলে রেপো রেট। আপাতত তা আগের মতো ৬.৫ শতাংশই থাকছে। রিভার্স রেপো রেট অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার সময় যে হারে সুদ দেয় তাও অপরিবর্তিত থাকছে। তার রেট ৬.২৫ শতাংশ।
এদিন রিজার্ভ ব্যাঙ্ক সুদের হারে পরিবর্তন ঘটায় কিনা, তার ওপরে নজর ছিল অনেকের। রেট বেশি কমাবাড়া হলে বাজারে তার প্রভাব পড়ত। রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার একই রাখা সত্ত্বেও টাকার দাম আরও পড়েছে। শুক্রবার এক ডলারের দাম হয়েছে ৭৪ টাকা।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ২০১৯ সালের মার্চে শেষ হওয়া আর্থিক বছরে মোট জাতীয় উৎপাদনের হার হবে ৭.৪ শতাংশ।
Be the first to comment