যে কোনও সমস্যায় সরাসরি পুলিশকে জানান, পুজোর বৈঠকে উদ্যোক্তদের বললেন কলকাতার নতুন সিপি

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে কলকাতা পুলিশের উদ্যোগে পুজোর সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হল বুধবার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নতুন কমিশনার মনোজ বর্মা। পুজো উদ্যোক্তাদের উদ্দেশে তাঁর বার্তা, “যে কোনও সমস্যার বিষয়ে সরাসরি কলকাতা পুলিশকে জানান। সব সমস্যার সমাধান করা হবে।”

পুলিশ কমিশনার পদে দায়িত্ব নিয়েই পুজো সংক্রান্ত বিষয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন মনোজ। নবনিযুক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতার বড় পুজো কমিটির প্রতিনিধিরা। পাশাপাশি ছিলেন পুরসভা, দমকল, সিইএসসি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা। এ ছাড়াও বাহিনীর সমস্ত ডিসি, এসি এবং ওসিদের উপস্থিত থাকতে বলা হয়েছিল। বৈঠকে তিনি বলেন, “কলকাতায় যে রকম শান্তিপূর্ণ পুজো হয়, আমরা এ বারও সে রকম শান্তিপূর্ণ পুজো করতে বদ্ধপরিকর। এর জন্য ক্লাব কমিটিগুলির সহযোগিতা প্রয়োজন। তারা কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় রাখলেই পুলিশ তাদের পরিকল্পনা কার্যকর করতে পারবে।” তিনি আরও বলেন, “যে কোনও সমস্যার বিষয়ে সরাসরি কলকাতা পুলিশকে জানান। সব সমস্যার সমাধান করা হবে।” এ দিনের বৈঠকে কলকাতার বড় পুজো কমিটির প্রতিনিধিদের পাশাপাশি পুরসভা, দমকল, সিইএসসি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা নিজেদের বক্তব্য তুলে ধরেন। আগামী ২ অক্টোবর মহালয়া। সে দিন থেকেই শহরের অনেক পুজোর উদ্বোধন শুরু হয়ে যাবে। তাই নতুন কমিশনার দায়িত্ব নেওয়ার আট দিনের মাথায় বৈঠক করলেন সকল পুজো কমিটির সঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*