বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ৭ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধৃতদের ডায়মন্ডহারবার এসিজেএম আদালতে পেশ করা হয়। এদিকে, বৃহস্পতিবারের ঘটনা নিয়ে রাতেই ডায়মন্ডহারবারের পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, ডিজি-র কাছে একটি রিপোর্ট জমা দেন। শুক্রবার সেই রিপোর্ট জমা পরে স্বরাষ্ট্রসচিবের কাছে। তা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে।
পুলিশ বৃহস্পতিবারের হামলার ঘটনার তদন্তে নেমে স্বতঃপ্রণোদিত ভাবে তিনটি মামলা রুজু করে রাজ্য পুলিশ। রাকেশ সিংয়ের বিরুদ্ধে শিরাকোল এবং দেবীপুরের বাসিন্দাদের পরিস্থিতি অশান্ত করতে প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়া রিপোর্টে উল্লেখ রয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মী এবং আধিকারিকদের বিস্তারিত তথ্য অর্থাৎ কারা কোথায় কর্তব্যরত ছিলেন, তার বিবরণ।
উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার জেপি নাড্ডার কনভয়ে বুলেট প্রুফ গাড়ি থাকার পাশাপাশি পাইলট কার ছিল। যে গাড়িটি রাজ্য পুলিশের হলেও CRPF জওয়ানরা ছিলেন নিরাপত্তার দায়িত্বে। পাশাপাশি, ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তার বেষ্টনীতে মোড়া ছিল গোটা যাত্রাপথ। এলাকায় নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করতে চার জন অতিরিক্ত পুলিশ সুপার, আট জন ডেপুটি পুলিশ সুপার, ৩০ জন উচ্চপদস্থ আধিকারিক, ৪০ জন র্যাফ, ১৪৫ জন কনস্টেবল এবং ৩০০ জন সিভিক ভলেন্টিয়ারকে মোতায়েন করা ছিল।
Be the first to comment