নির্বাচনে কমিশনে জমা দেওয়া মুখ্যসচিবের রিপোর্টেই মান্যতা পেল না মুখ্যমন্ত্রীর অভিযোগ। নির্বাচন কমিশনকে মুখ্যসচিবের পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে দরজা বন্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লেগেছে।বাইরে প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু, রিপোর্টে স্পষ্ট লেখা নেই যে দরজা কী কারণে বন্ধ হল? বা দরজায় কেউ ধাক্কা দেওয়ার ফলে বন্ধ হয়েছিল কিনা? অর্থাৎ পায়ে চোট নিয়ে মুখ্যমন্ত্রী যে ‘ধাক্কা দেওয়ার’ অভিযোগ করেছিলেন, সেই অভিযোগে মান্যতা দিল না রিপোর্ট।
কমিশনের তরফে বলা হয়েছে, রিপোর্টে এই প্রশ্নগুলির কোনও স্পষ্ট উত্তর নেই। রিপোর্টে অস্পষ্টতা রয়েছে। তাই মুখ্যসচিবকে স্পষ্ট করে এই দুই প্রশ্নের উত্তর জানাতে হবে। নবান্ন সূত্রে খবর, আজই দুই প্রশ্নের উত্তর দেবেন মুখ্যসচিব।
এখন মুখ্যসচিবের পাঠানো রিপোর্ট পেয়েই আরও ২টো বিষয় তাঁর কাছে জানতে চাইল নির্বাচন কমিশন। প্রথম প্রশ্ন, মুখ্যমন্ত্রীর গাড়ির দরজায় কীভাবে ধাক্কা লাগল তা স্পষ্টভাবে জানতে চেয়েছে কমিশন। দ্বিতীয় প্রশ্ন, দরজা বন্ধ হয়ে যাওয়ার কারণ ঠিক কী? অর্থাৎ আরও খুঁটিয়ে বলতে গেলে ধাক্কা ইচ্ছা করে না ঘটনাচক্রে লেগেছে, তা জানতে চেয়েছে কমিশন।
Be the first to comment