আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরই রাজধানী দিল্লিতে উদযাপিত হবে ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এই বছর প্রজাতন্ত্র দিবসে ৯০ মিনিটের প্যারেড হবে। ৫৮ জন জাতীয় অতিথির উপস্থিতিতে, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ২২ টি দল প্যারেডে অংশ নেবে। অনুষ্ঠানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামফোসা প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
পাশাপাশি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটে অবস্থিত অমর জওয়ান জ্যোতিতে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, শোভাযাত্রায় প্রতিটি রাজ্যের সংস্কৃতি, ইতিহাস ও উন্নয়নের উপর ভিত্তি করে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হবে। পাশাপাশি জাতীয় পুরস্কারে সম্মানিত ২৬ জন শিশুও খোলা জিপে বসে প্রদর্শনীতে অংশ নেবে। মহাত্মা গান্ধীর সমাধির নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় আধাসেনা বাহিনী সিআইএসএফ-এর দলও এই বার ১১ বছর পরে প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করছে।
Be the first to comment