শেষ হল ৬৯তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। শুক্রবার রাজধানী দিল্লির রাজপথে ভারতের সামরিক শক্তির পাশাপাশি সংস্কৃতি ও উন্নয়নের ছবি তুলে ধরা হল। এ বছরের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ১০টি আসিয়ান ভুক্ত দেশের রাষ্ট্রনেতা। প্রজাতন্ত্র দিবসে দিল্লির ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে এদিন বীর শহিদদের শ্রদ্ধার্ঘ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বায়ুসেনা, নৌসেনা ও সামরিক প্রধান ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ আসিয়ান দেশের রাষ্ট্রপ্রধানরাও ৷
এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়েই মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিনস, সিঙ্গাপুর, মায়ানমার, কাম্বোডিয়া, লাওস ও ব্রুনেই, এই ১০ দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্র প্রধানরা আজ রাজপথে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যারেড শুরু হয় ওই ১০ দেশের পতাকার সমাহারে ৷ ভারতীয় সেনার হাতেই ছিল ওই ১০ রাষ্ট্রের পতাকা। প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আগে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত।
এদিন শহিদ বায়ুসেনা জেপি নিরলার পরিবারের হাতে অশোকচক্র তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীতিন গডকড়ি, স্মৃতি ইরানি, অমিত শাহ, নির্মলা সীতারামন সহ অনেক বিশিষ্টরা।
Be the first to comment