কয়েন নিয়ে জেরবার দেশবাসী। অনেক জায়গাতেই ছোট ১ টাকার কয়েন নিতে অস্বীকার করা হচ্ছে। তালিকায় রয়েছে ১০ টাকার কয়েনও। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া স্পষ্ট করে জানিয়ে দিলো ১০ টাকার কয়েনের লেনদেনে কোনও অসুবিধা নেই। পাশাপাশি বাজারে এখন যে ১০ টাকার কয়েন গুলো চলছে তা সবই আসল বলে জানালো আরবিআই। ফলে কোনও ব্যাঙ্কই সেগুলি নিতে অস্বীকার করতে পারে না। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ১০ টাকার কয়েনগুলি আসল কী না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।
শুধু ১০ টাকাই নয়, কয়েনে যে কোনও খুচরো নিতেই এখন অস্বীকার করছেন অধিকাংশ মানুষ। বাজারে বর্তমানে যে ১৪ ধরণের ১০ টাকার কয়েন চলছে তা দেখতে আলাদা আলাদা হলেও সবগুলোই আসল বলে জনসাধারনকে আশ্বস্ত করলো রিজার্ভ ব্যাঙ্ক।
Be the first to comment